
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাধায় বন্ধ প্রবাসীর বসতঘর নির্মাণ কাজ। বাড়ির ছাদ ডালাই ৫০ভাগ সম্পূর্ন হলেও বাকি কাজ করতে পারছেন না। এতে করে প্রায় ১০লাখ টাকা ক্ষতি হবে বলে জানান ভুক্তভোগী প্রবাসী মো: তানভির হোসেন।
ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়নের চর লামচি গ্রামের মুনসুর আলী রাজ বাড়িতে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চর লামচি গ্রামের আলি হায়দারের ছেলে মো: তানভির হোসেন তার পৈত্রিক পুরাতন বসত ঘরটি আড়াই বছর আগে পাকা করে নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার (১৬মে) তানভীর বসতঘরের ছাদ ডালাই শুরু করেন। ছাদের ৫০ভাগ ডালাই শেষ হলে দুপুরে লক্ষ্মীপুর সদর থানার এএসআই আব্দুল কাইয়ূম আদালতের একটি নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। এতে করে কাজ বন্ধ থাকলেও ঐ জমি নিয়ে কি সমস্যা তা জানেন না ভুক্তভোগী।
তানভীর হোসেন বলেন, সদর থানা থেকে পুলিশ এসে আমাকে একটি নোটিশ দিয়ে বলেছেন কাজ বন্ধ রাখতে। আদালত নাকি এ কাজের উপর ১৪৪ধারা জারি করেছে। তাই আমার ছাদ ডালাই ৫০ভাগ হলেও বাকি কাজ করতে পারছি না। এতে ছাদ ডেমেজ সহ নির্মান সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন।
আদালতে ঐ জমি নিয়ে অভিযোগ দায়েরকারী জাহেদা বলেন, তারা কোথায় কাজ করছে তা আমার জানা নেই। তবে তানভীরের বাবা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে তাই আমরাও তাদের বিরুদ্ধে মামলা করেছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছলেহ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ বন্ধ রাখতে বলেছি। আদালত যদি আবার কাজ করতে নির্দেশনা দেয় তখন তারা আবার কাজ করতে পারবে।