লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হলেন কাউন্সিলর জসিম


লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পৌর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ। তিনি পৌর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (১১এপ্রিল) পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী ও সাধারন সম্পাদক এড. জহির উদ্দিন মোঃ বাবর একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জসিম উদ্দিন মাহমুদ এর আগে ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রায় ১৭ বছর পৌর আওয়ামী এর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ১৭ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৭ থেকে ২০১৮ এ ২বছর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ০৫(১৯৯৯-২০০৪) বছর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ০৪(১৯৯৫-১৯৯৯) বছর, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ০৩ বছর (১৯৯২-৯৫) লক্ষ্মীপুর কলেজ ছাত্রলীগের সদস্য (১৯৯০-১৯৯২) দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ যখন বিরুধী দলে ছিলো (১৯৯১-১৯৯৬),(২০০১-২০০৮ ) তখনও সকল আন্দোলন সংগ্রামে জেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ছিলেন এ নেতা।
পৌর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে জসিম উদ্দিন মাহমুদকে সহ-সভাপতি করা তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply