লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের ফুলদান বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ উঠেছে, ভুক্তভোগী প্রবাসী আবদুল কাইয়ুম মানিক গংদের পরিত্যক্ত একটি টিনসেড ঘর ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়া হয়েছে। স্থানীয় আবুল কালামের নেতৃত্বে বাপ্পি, সুমন ও কামরুলসহ ১০-১৫জন ভাড়াটে লোক সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ঘটনাটি ঘটায়। বর্তমানে ভুক্তভোগী পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের মরহুম নুর মোহাম্মদের তিন ছেলে আবদুল কাইয়ুম মানিক, মিজানুর রহমান ও মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। নিজেদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত বসতঘরে তাদের পরিবার-পরিজন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সম্প্রতি স্থানীয় নবী উল্লাহ ও তোফায়েল আহমেদ গং ভুক্তভোগী প্রবাসী পরিবারের বাড়ির আঙ্গিনায় ৮ শতাংশ জমি দাবি করে। এনিয়ে মামলা হলে প্রবাসী মানিকের পরিবারের পক্ষে আদালত রায় দেয়। এরপর আদালতের রায় অমান্য করে সন্ত্রাসী কায়দায় প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply