
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে মোহাম্মাদ উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে বিদ্যালয়ের ফাতেমা খাতুন মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
রোকেয়া মেমোরিয়াল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবারক হোসাইন রোমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ উল্ল্যাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনোয়ার হোসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ আবুল কাশেম, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. সৈয়দ কামরুল ইসলাম কিরন, দালাল বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহ্ আলম পাটোয়ারী, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছায়েদ, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুল করিম লিটন প্রমুখ।