লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসায় ভাষা দিবসে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ২১ই- ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের ঝুমুর ষ্টেশন সংলগ্ন মাদ্রাসার ক্যাম্পাস প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন মাহমুদ।

 

ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবুল হোসাইন মোল্লা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার নির্বাহী সদস্য মনোয়ার হোসেন মানিক পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও নির্বাহী সদস্য শাকের মোহাম্মদ রাসেল, মাদ্রাসার কো অর্ডিনেটর মাওলানা আব্দুল জলিল মিজান প্রমূখ।

এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply