চন্দ্রগঞ্জ বণিক সমিতি’র পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সমিতির উপদেষ্টা ও ব্যবসায়ীগণ।

৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ গণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় ও কামরুজ্জামান নিজাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা আব্দুল ওহাব কন্ট্রাক্টর, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং চন্দ্রগঞ্জ বণিক সমিতির উপদেষ্টা নুরুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেনসহ চন্দ্রগঞ্জ বাজারের প্রায় ৫শত ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বাজারে ব্যবসায়ী মরহুম মোঃ হোসেন এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

Leave a Reply