লক্ষ্মীপুরে ইউপি সদস্য সাহাবুদ্দিনের উদ্যোগে খাল খন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর – সেচ কাজের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাহাবুদ্দিন নিজ উদ্যোগে দেড় কিলোমিটার খাল খনন করেছেন।

প্রায় অর্ধেক এলাকা বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতায় বসত বাড়ি, ফসলী জমিসহ অধিকাংশ এলাকা ডুবে যায়। জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পিটু খালের কুমার বাড়ি শাখা থেকে কিল্লা পুকুর মোল্লাপোল খালের প্রায় দেড়  কিলোমিটার খাল খনন করেন তিনি। এতে খরচ হয় ২লক্ষ ৮৬ হাজার টাকা। খাল টি খননের ফলে স্থানীয় কয়েকশত কৃষক উপকৃত হবেন।

স্থানীয় জাকির হোসেন ও নিজাম উদ্দিন সহজ কয়েকজন  কৃষক বলেন, দীর্ঘদিন ধরে বর্ষামৌসুমে এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো খালটি খনন করার। কিন্তু কেউ এগিয়ে আসেনি। কৃষকের কথা চিন্তা করে আমাদের ওয়ার্ড়ের সাহাব উদ্দিন মেম্বার নিজ উদ্যোগে খালটি খনন করে দিয়েছেন। আশা করি এখন আর বর্ষায় জলাবদ্ধতা তৈরি হবে না।
আওয়ামী লীগের নেতা সৌরভ হোসেন বিনু বলেন, সাহাব উদ্দিন মেম্বার নিজ উদ্যোগে খালটি খনন করে দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানায়।

ইউপি সদস্য মোঃসাহবুদ্দিন বলেন, কুমার বাড়ি থেকে মোল্লারপোল পর্যন্ত খালটি পলি জমে ভরাট হয়ে গেছিলো। এলাকাবাসীর সুবিধার্তে ২লাখ ৮৬হাজার টাকা খরচ করে দেড় কিলোমিটার খাল খনন করে দিয়েছি। যাতে কৃষক উপকৃত হয়।

Leave a Reply