
ন্যাশনাল প্রেসঃ লক্ষ্মীপুরের মধ্য চররমনী মোহনে মেঘনার কূল ঘেসে তৈর করা হচ্ছে মাছ ধরার নৌকা। এটি তৈরি করছেন স্থানীয় আক্কাস মাঝি নামে এক ব্যাক্তি। নৌকাটি তৈরি করতে ব্যায় হবে প্রায় ২৫লাখ টাকা। এতে শুধু মিস্তিরি খরচ হবে ৩লাখ টাকার বেশি।

নৌকাটি নির্মাণ করতে সময় লাগবে তিন মাস। নির্মাণ শেষে নৌকাটি বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে ব্যবহার হবে।