কুলিয়ারচর পৌরসভা নির্বাচনকে ঘিরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে রহিমা’র ব্যাপক প্রচারণা


কুলিয়ারচর থেকে মৌসুমী আক্তার :

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক পার্থী হওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত অন্য কোন প্রার্থীর নাম শুনা যায়নি। তবে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর পদে প্রার্থীতার ঘোষনা দিয়ে প্রায় ২০/২৫ জন ব্যক্তি মাঠ চষে বেড়াচ্ছে। তারা এলাকার বিভিন্ন মহল্লায় ও হাটবাজারে ঘুরে ঘুরে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময়সহ দোয়া ও সহযোগিতা কামনা করে বেড়াচ্ছে। এছাড়া উঠান বৈঠকসহ গণসংযোগ ও জনসংযোগ করে বেড়াচ্ছে। এরই মধ্যে ১, ২ ও ৩ নং (সাবেক ১) ওয়ার্ডের জনগণের মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে রহিমা উরুফে নিপা হাস্যউজ্জল মূখ নিয়ে বিভিন্ন মহল্লায় গিয়ে ভোটারদেরে মন জয় করে নিচ্ছে। কেননা এর আগে গত পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন তিনি। গত নির্বাচনে বিজয়ী প্রার্থী মোছা. রহিমা আক্তার এবার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হবেনা যেনে ভোটারগণ রহিমা উরুফে নিপাকে এবার পূণরায় ভোট দিয়ে জয়যুক্ত করার চিন্তা ভাবনা করছে। কারণ রহিমা উরুফে নিপা একজন সৎ, নিষ্টাবান ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আদর্শবান নারী হিসেবে তাকে পছন্দ করেন অনেকেই। পৌর এলাকার বেশকিছু লোক জানান, রহিমার মত একজন যোগ্য ব্যক্তি পৌরসভার দায়িত্বে গেলে নিঃস্বার্থ ভাবে এলাকার গরীব দুঃখি ও অসহায় মানুষের সেবা করতে পারবে।

রহিমা উরুফে নিপা মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর ভরসা রেখে জনগণের দোয়া ও ভালোবসা কামনা করে জনগণই তার একমাত্র ভরসা এমন আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, গত নির্বাচনে জনগণ আমাকে যে ভাবে ভোট দিয়ে সহযোগিতা করেছে এবারও এর চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। জনগণ আমাকে নিরাশ করবেন না।

কোন প্রার্থী সরকারী আইন অমান্য করে কোথাও বয়স বেশি কোথাও বয়স কম উল্লেখ করে উচ্চ শিক্ষার সার্টিফিকেট ও একাধিক জন্ম নিবন্ধন তৈরি করে উচ্চ শিক্ষিত দাবী করলেই ওই জালিয়াতকে মানুষ চিনতে কখনো ভুল করবে না। নিজেকে যতই উচ্চ শিক্ষিত, সত্যবাদী, প্রতিবাদী ও নীতিবান মানুষ পরিচয় দিয়ে নির্বাচনী এলাকায় মিথ্যা প্রচার চালিয়ে নিজেকে অনেক বড় শিক্ষিত দাবী করলেই মানুষ প্রকৃত মানুষ ঠিকই চিনে নিবে।

Leave a Reply