লক্ষ্মীপুরে কারেন্ট জালসহ ৫ জেলে আটক

আব্দুল মালেক নিরবঃ লক্ষ্মীপুরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ শিকার করার সময় পাচঁ জেলেকে আটক করেছে পুলিশ।
৭ই নভেম্বর (সোমবার) দুপুর ১২টার সময়
মজু চৌধুরীর ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির নৌ টহল ডিউটি করা কালে লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন মেঘনা নদীর নুর মোহাম্মদ মিয়ার চরের পশ্চিম পারে মেঘনা নদী হতে অবৈধ কারেন্ট জাল দিয়া মাছ শিকার করার অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রায়পুর উপজেলার চরকাছিয়া গ্রামের মৃত মজিবর মোল্লার ছেলে মোঃ মাঈন উদ্দিন(৩৫), আমির হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (১৯), মৃত বাবুল মোল্লার ছেলে মোঃ সজিব (১৯), ও নুরনবী চৌকিদারের ছেলে কিশোর অপরাধী, মোঃ জুয়েল চৌকিদার (১৩), শফিক চৌকিদারের ছেলে মোঃ সোহেল চৌকিদার (১৪)।

আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ইলিশ মাছ ধরার ত্রিশ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, কাঠের তৈরী একটি সানচাই ৩২ অর্ধশক্তি ইঞ্জিন চালিত পাখি নৌকা ইঞ্জিনসহ নৌকাটির মূল্য অনুমান মূল্য পঞ্চাশ হাজার টাকা ও ইলিশ মাছ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইলিশ মাছ গুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

Leave a Reply