
আব্দুল মালেক নিরবঃ
লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডাঃ রুবিনা ইয়াসমিনকে লাঞ্চিত করায় প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) লক্ষ্মীপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় মাতৃমঙ্গলের হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডাঃ আফরিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন, ডাঃ আহমদ কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার (আরএমও) বিএমএ ও স্বাচিপ সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন, লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, ডাঃ আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আক্তার হোসেন, ডাঃ মোর্শেদ আলম, ডাঃ নুর হোসেন, ডাঃ জান্নাতুল ফেরদৌস রুনা, ডাঃ ইউসুফ , ডাঃ নাছিম, ডাঃ মহিব উল্যা, ডিএমপি সেক্রেটারি ডাঃ মান্নান প্রমূখ।
এসময় লক্ষ্মীপুর বক্তারা বলেন, ডাঃ রুবিনা ইয়াসমিনের সাথে পপি নামের একজন মহিলা ও তার ছেলের বয়স নিয়ে কথোপকথন হয়েছে। ডাক্তার রোগীর বিষয়ে জানতে চাইবে এটাই স্বাভাবিক, বয়স অনুযায়ী রোগীকে সেবা দিবে, মহিলা ডাক্তার-মহিলা রোগীকে প্রশ্ন করছে, এখানেতো পুরুষ ডাক্তার ছিল না। পপি এক পর্যায়ে বের হয়ে যায় । প্রায় ৩০-৪০ মিনিটি পর পপি পূনরায় এসে ডাঃ রুবিনাকে এক পর্যায়ে প্রহার করার চেষ্টা করে, এসম একজন দাই নার্স ডাক্তারকে রক্ষা করতে এগিয়ে আসলে দাইনার্স শামিমাকে আঘাত করে ঐ মহিলা। পপি বেগমের এমন আচারণে মনে হলো সে মানুষিক রোগী কিংবা সে একটা রাজনীতিক দলের আশ্রয় প্রশ্রয়ে ডাক্তার রুবিনাকে লাঞ্চিত করে। আগামী দিনে কেউ যদি কোন ডাক্তারের গায়ে হাত তোলে তাহলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সকল ডাক্তার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা আর ঘরে বসে থাকবো না।
যে রোগী ডাক্তারের সাথে খারাপ আচারণ ঘটিয়েছে। এতে প্রতিয়মান হয়েছে পূর্ব থেকে মহিলা প্রস্তুতি নিয়ে আসছে ডাক্তারের সাথে ঝামেলা করবে অথবা মহিলা অসুস্থ্য ।
ডাঃ রুবিনা যে বিষয়টি বুঝাতে চেয়েছেন টিকা কার্ড দিয়ে তো সন্তানের জন্ম সনদ, জাতীয় পরিচয় পত্র হয়, তখন মায়ের বয়সের সাথে সমম্বয় থাকা আবশ্যক, কারন কাজী তো আঠারোর নিচে কাাবিন নামা করবে না। পপি বেগম উল্টো বুজে ডাক্তারের সাথে খারাপ আচারণ করেছে যা অত্যান্ত দুঃখ জনক। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।