
আবদুল কাদের, লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আ’লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন রুবেল ভাট একটি মতবিনিময় সভা করেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় জেলা পরিষদ ডাক বাংলোতে উপজেলা, পৌর আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মনোনয়ন প্রত্যাশী রুবেল ভাট বলেন, রায়পুর পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। অথচ সে হিসেবে এখানে তেমন কোন উন্নয়ন নেই।
প্রথম শ্রেনীর পৌরসভার সুযোগ সুবিধা থেকে জনগন বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি আশাবাদি জয়লাভ করবো।
আমি এ পৌরসভার মানুষদের স্বপ্ন দেখাতে চাই, স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, আমি রায়পুর পৌরসভাকে আলোকিত পৌরসভা হিসেবে গড়তে চাই। পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড করতে চাই।
আমি নির্বাচিত হলে ডাকাতিয়া নদীকে দখলমুক্ত করে সৌন্দর্যময় করে তুলবো। রায়পুর পৌর এলাকাকে মাদকমুক্ত করবো।
গিয়াস উদ্দিন রুবেল ভাট বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আ’লীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্বি বিল্লাহ, রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, ৩নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান সফিক পাঠান সহ বিভিন্ন ওয়ার্ডের আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।