
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর ২০নং ইউপি নিকাহ রেজিস্ট্রার (কাজি) আব্দুজ জাহের (৩৩) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার
৫ই সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর পুরাতন সাব-রেজিষ্ট্রি অফিসের সামেন এ হামলার ঘটনাটি ঘটে । হামলার শিকার আব্দুর জাহের সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও মজু চৌধুরীর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং চর আলী হাছান গ্রামের কাজি বাড়ির আব্দুল খালেক এর ছেলে। এঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
অন্যদিকে অভিযুক্তরা হলেন, সদর উপজেলার টুমচর আনিছের বাপের বাড়ির মৃত আবুল কাসেম এর ছেলে আলী হোসেন (৪৫) ও আব্দুল মন্নান (২৭) সহ অজ্ঞাত আরও ৪-৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়,
অভিযুক্ত আলী হোসেন ভিকটিমের মোবাইল ফোনে ফোন করে একটি কাবিন নামার কপি চায়। তবে উক্ত কাবিন নামার কপি পূর্বেই সে নিয়ে যায়। তাই কাবিনের কপি দেপয়া যাবেনা বলে জানান। নতুন করে নিতে হলে একটি আবেদন দিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হইয়া আমাকে দেখাইয়া দিবে বলিয়া হুমকি দেয় ।
আজকে আমি জমি রেজিষ্ট্রির কাজে লক্ষ্মীপুর সাব-রেজিষ্ট্রি অফিসে আসি। তারা সেখানে আমার কাছে কাবিননামার কপি চাইলে, আমি জানাই যে, এখানে আমি কাবিননামার কপি দিব কই থেকে।
আপনারা অফিসে আসেন, আমি আপনাদেরকে কাবিন নামা প্রদান করিব। এতে ক্ষিপ্ত হইয়া তারা আমার উপর এই সন্ত্রাসী হামলা চালায় এবং আমার কাছে থাকা নগদ ৭৫,০০০/- টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়া যায়। আমার শোর চিৎকারে লোকজন ঘটনাস্থলে আসলে অপরাধীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সরেজমিনে গিয়ে অভিযুক্ত আলী হোসেন ও আব্দুল মান্নান কে খুঁজে না পাওয়ায় তাদের মতামত জানা যায়নি।
এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং একজন অফিসার কে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।