
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্স- ডিগ্রী পর্যায়ের ২৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৫ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটোরিয়ামে ‘এসএনএবি চ্যারিটেবল ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
ফাউন্ডেশনের পক্ষে লে. কর্নেল (অবঃ) মো. আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর কমিউনিটিং পুলিশিং সেল’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এসএনএবি চ্যারিটেবল ফাউন্ডেশন একটি অলাভজনক সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান। জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যায়ের ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের ১০ হাজার টাকা হারে ও মাধ্যমিক পর্যায়ের ২১৫জন শিক্ষার্থীদের ৫ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়। এসময় তাদের মাঝে একটি করে ডিকশনারীও বিতরণ করেন আয়োজকরা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, আজকে যারা শিক্ষার্থী, আগামীদিনে তারাই দেশ গড়বে। মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে অভিভাবকের চেয়ে শিক্ষকদের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জরুরি। তাই শিক্ষকদেরকে শিক্ষকতার পাশাপাশি অভিভাকের মত গুরুদায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তবেই শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পার্বে।
এসময় শিক্ষা বৃত্তির আয়োজনের জন্য ‘এসএনএবি চ্যারিটেবল ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।