কমলনগরে কৃষি বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপি কৃষি মেলা উদযাপন

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পযর্ন্ত কৃষিমেলা উদযাপিত হয়। উক্ত কৃষি মেলায় কমলনগর উপজেলার বিভিন্ন কৃষি উদোক্তারা এই প্রদর্শনীতে অংশ গ্রহন করেন এর মধ্যে সলিডারিডা, এসিআই ও মায়ের দোয়া নার্সারীসহ আরো অনেক উদ্যোক্তা।
২৬ জুন রবিবার কৃষি মেলার শুভ উদ্ভোদন করেন কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর মোঃ জাকির হোসেন। কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ আতিক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান
বিজয়।
অনুষ্ঠানে কৃষিবিদ আতিক আহমেদ বলেন, কৃষি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম কারণ, তাই প্রত্যেক মানুষকে কৃষিতে এগিয়ে আসতে হবে। উন্নত বীজ, সার ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে বেশি উৎপাদন সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বিজয় বলেন, কৃষিকে আরো এগিয়ে নিতে এখন মানুষের শিক্ষা যতই উন্নত হোক নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিতে গর্ববোধ করেন, কারণ এখন সর্বস্তরের মানুষ যে কোনো কর্মের পাশাপাশি কৃষিকাজেও সাচ্ছন্দবোধ করেন। এই কৃষি মেলাতে প্রদর্শিত হয় কর্ন, থ্রেসার, সীডার, পাওয়ার থ্রেসার, রাইচ ট্রান্সপ্লান্টার সহ উন্নত প্রযুক্তি বেশ কিছু মেশিন।

Leave a Reply