ফ্রান্সে মহানবী সাঃকে কটুক্তির প্রতিবাদে দালাল বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পিষ্টপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩-ই নভেম্বর (শুক্রবার) লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে আমরা মুসলিম এর ব্যানারে বাদ জুমা আশ পাশের প্রায় ১৫-২০টি মসজিদের মুসল্লীদের অংশগ্রহণে দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল টি মসজিদে সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিন করে দালালা বাজার ডিগ্রি কলেজ মাঠে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিল টিতে প্রায় ৫হাজার লোকের অংশগ্রহণ করেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে, কারামতিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী, দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সামছুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক,  রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দরগা মসজিদের খতিব, মাওলানা গোলাম মোস্তফা সাফু, আলেক্সান্ডার কামিল মাদ্রাসার প্রভাষক, মাওলানা হাসান তারেক, দালাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী হাজী আমির হোসেন আমু প্রমূখ।
এসময় বক্তারা বলেন ফান্স রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে তারা সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করেছে। পৃথিবীর কোন মুসলমান এটা মেনে নিতে পারেনা। আমরা সরকারের কাছে দাবী জানায় সরকার যেন অনতিবিলম্বে  ফ্রান্সের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বাতিল করে। যেই দেশে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করা হয় সেই দেশের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন নেই। এসময় বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করতে হবে। ফ্রান্সের পণ্য যদি আমাদের দেশের কোন কোম্পানি আনে তাহলে ওই কোম্পানি কেও বয়কট করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা, নুরুল হুদা পরাণ, ইউনিয়ন যুবলীগের সিঃ সহ সভাপতি, রুবেল হাসনাত, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবদুল কুদ্দুস, আকরাম হোসেন বাকের, নাঈমূল ইসলাম প্রমূখ।

Leave a Reply