
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারের দক্ষিণ মাথায় অবস্থিত রাজু স্টোরে ১৭ জুন শুক্রবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে রাজু স্টোর সম্পূর্ণ রুপে ভস্মীভূত হয়। এসময় দোকানের সার্টারে বিদ্যুৎতায়িত হওয়ায় আগুন নিভাতে আসা সিএনজি অটোরিকসা চালক আলম সার্টারে হাত দেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সদর হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের ডিউটিরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানাযায়, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলুর ব্যাপারীর ঘোজের ইউছুফ আলীর পুত্র আলম (২৬)। সে প্রতিদিনের মতো ১৭ জুন রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস নিয়ে আসার সময় বাড়ী যাওয়ার পথে দালালবাজারের দক্ষিণ মাথায় আগুনের লেলিহান শিখা দেখতে পায়। এসময় আশেপাশে লোকজন না থাকায় আলম একা আগুন নিভাতে ঘটনাস্থলে গেলে দোকানের সার্টারের বিদ্যুৎ এর সাথে জড়িয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আলম তিন মাসের একটি সন্তানের পিতা বলে এলাকার লোকজন জানান।
এই বিষয়ে স্হানীয় বাসিন্দা ও লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী মোঃ নজরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ এর সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি আরও বলেন, মৃত্যুর ক্ষয়ক্ষতি পরিমাপ করার মতো নয়, তবে দোকারদার রাজুর প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি এপ্রতিবেদককে জানান।
দালালাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইনস্পেক্টর মো. শাহজাহান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু হয়েছে।