
মিজানুর শামীমঃ ঋতুচক্রে গ্রীষ্ম সবসময়ই রোমাঞ্চকর। এই ঋতুতে রয়েছে নানা স্বাদের ফলের বাহারি সমাহার। এ সময়ের দেশীয় ফলের স্বাদ আস্বাদন করতে কার না মন চায়? তাই মধুমাসে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফল উৎসবের। ৩ মে শুক্রবার সকাল ন’টায় উপজেলার চন্ডীপুর ইউনিয়নে ফতেপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার অহিদুর রহমানের বাড়ীতে প্রায় ২৫ রকমের দেশীয় ফলের আপ্যায়নের মাধ্যমে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
স্হানীয় আলোর দিশারি সামাজিক সংগঠনের মাধ্যমে ও সাবেক কর কমিশনার বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ দেশীয় ফল উৎসবের উদ্বোধন করেন। ফল উৎসবে আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, লিচু, জামরুল, পেঁপে, পেয়ারা, কলাসহ প্রায় ২৫ রকমের ফল ছিল। উপস্থিত সকলকে ফল গুলোর পরিচিতি ও গুণাবলী সম্পর্কে ধারণা দেয়া হয়। এরপর ফলগুলো কেটে খাওয়ানো হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বলেন, আমরা গ্রামের অনেকেই ফলের নাম বলতে পারিনা, অজনা থেকে যাচ্ছে কোন ফলের কি নাম। রকমারি ফলের উৎসবের মাধ্যমে আমরা ফিরে পাচ্ছি অজানা ফলের আসল পরিচয়। পর্যায়ক্রমে উপজেলার ১০ইউনিয়নে চলবে দেশীয় ফলের আপ্যায়ন এ উৎসব। তিনি আরও বলেন, সবার একান্ত সহযোগিতায় আমরা আলোর দিশারি সমাজিক সংগঠনকে নিয়ে সামনে অগ্রসর হবো। অনুষ্ঠানে ফল আপ্যায়ন উৎসবে স্কুলের কোমল মতি শিশুদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দেন তিনি। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন।

এসময় ফল উৎসবের পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের অবদান এবং বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা নিয়ে আলোচনাসহ দেশাত্নবোধক গান নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মি, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের নানান পেশার নারী-পুরুষ স্কুল শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন৷ এসৃয় লোকজন উৎসবমুখর পরিবেশে দেশীয় ফল খেয়ে আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন।