
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্র সংগঠনের উদ্যোগে ঈদ পূনর্মীলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগরস্হ সংগঠনে কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি স্হানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ভাস্কর মজুমদার বলেন, করোনা ক্রান্তিকালে শিক্ষায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পযর্ন্ত গনিত, ইংরেজি ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে বিষয়ের উপর বিনা পয়সা বিশেষ শিক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাব করা হলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। এছাড়া সবার সম্মতি ক্রমে স্হানীয় চর জাঙ্গালিয়া সিডিউল্ড কাষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লকিয়ত উল্লা পাটোয়ারীকে অত্র সংগঠনের শিক্ষা কার্যক্রমের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা লকিয়ত উল্লাহ পাটোয়ারী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা ভরে স্বরণ করেন এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেতনা বলে তিনি উল্লেখ করেন।
এসময় বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের সভাপতি ভাস্কর মজুমদার আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু নিজের সকল সুখ সাচ্ছন্দ বিসর্জন দিয়ে সারাজীবন দেশ মাতৃকার সেবা করে গেছেন এবং তাঁরই ধারা বাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নিরলশ ভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বোচ্ছ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তাঁর এই সেবা কার্যক্রমে সামান্য অংশীদার মাত্র। ভাস্কর মজুমদার বলেন, আমাদের প্রধানমন্ত্রী কার্যক্রমের মাধ্যমে তিনি দেশবাসীকে একটি বার্তা দিতে চান….
ভোগের নীতি ত্যাগ করে ত্যাগের নীতি সৃষ্টি করা,
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী কর।
সোনার বাংলা গড়ে তোলো শুধু মুখেই নয়,
অন্তরে বাহিরে হউক তার পরিচয়,
তাহলেই হবে সোনার বাংলার জয়।।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ড.শামছুল কবির, কমলনগর উপজেলা হাজিরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ মোয়াজ্জম হোসেন, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ব্যবসায়ী মো. তোফায়েল কম্পানি, হাজিরহাট ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু দিলিপ চন্দ্র দাস, স্হানীয় আ’লীগ নেতা বাবু সুমন চন্দ্র দাস, ৯নং ওয়ার্ড আ’লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, আ’লীগ নেতা ধনঞ্জয় দাস, বিজন দাস, অমিত কুরি, মোঃ মনছুর আলী, পার্থ চন্দ্র দাস, মিতা বালা মজুমদার, বাবু কেশব দাস, বাবু সুমন শীল, বাবু বিশ্বনাথ দাস, বাবু দয়াময় দাস, বাবু নয়ন চন্দ্র দাসসহ স্হানীয় বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন পেশার সাধারণ মানুষ। সভাশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।