
ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিনিধি); লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নস্হ ঐতিহ্যবাহী চর জাঙ্গালিয়া সিডিউল্ড কাষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বুধবার বিদ্যালয়ের সভা কক্ষে অভিভাবক সদস্যদের ৬৬৮ জন ভোটারের মধ্যে ৪৮৪ জন অভিভাবক সদস্য এতে ভোট প্রদান করেন।
জানা গেছে, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটের মাধ্যমে ৪ জন অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। এতে মোঃ মিজানুর রহমান সোহেল ৫নং প্রতিকে ৩২৫ ভোট পেয়ে প্রথম হন, মোঃ বেলাল হোসেন (মাহমুদ) ৩নং প্রতিকে ২৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন, মোঃ ইয়াছিন আরাফাত ২নং প্রতিকে ২৫৯ ভোট পেয়ে তৃতীয় হন, শ্রী কৃষ্ণ দাস ২২৭ ভোট পেয়ে ৪র্থ হন।
এ বিষয়ে জানতে চাইলে একান্ত এক সাক্ষাৎকারে বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান সোহেল বলেন, চর জাঙ্গালিয়া ঐতিহ্যবাহী সিডিউল্ড কাষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এবং বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্য ভোটারগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কুলের সকল উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সর্বাত্বকভাবে নিয়োজিত রাখবেন বলে অঙ্গীকার করেন।