লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বাস কাউন্টার দখলে নিতে চায় পৌর কমিশনার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখলে নিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কমিশনার ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মাহমুদের নির্দেশে তার অনুসারীরা ঝুমুর স্টেশন জোনাকি বাস কাউন্টারে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী বাস কাউন্টার মালিক জাকির হোসেন। এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, সম্প্রতি জোনাকি সার্ভিস লাইন প্রাইভেট লিমিটেডের মালিক পক্ষের কাছে প্রায় দুই লক্ষাধিক টাকা জামানত রেখে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর স্টেশনে জোনাকি বাস টিকিট কাউন্টার পরিচালনার দায়িত্ব যৌথভাবে গ্রহণ করেন স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আহসান হাবীব ও বদরুল আলম ফারুক এবং সৈনিক লীগ নেতা কামরুল হাসান মো. ফারুক। কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার জসিম উদ্দিন মাহমুদ তার অনুসারীদের দিয়ে কাউন্টারটি নিজের দখলে রাখতে চান।

কাউন্টার মালিক পক্ষের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, গত সোমবার দুপুরে কমিশনারের অনুসারী ও পিডিবি’র লাইনম্যান সোহেল, ড্রাইভার রুবেল, বেলাল, মনির, জাহাঙ্গীর, মাসুদ, সগীর, আলমগীরসহ ১৫-২০জন সন্ত্রাসী আমার কাউন্টারে হামলা চালায়। এসময় কাউন্টারের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমার টিকিট বিক্রেতা আরিফকে মারধর করে তারা।

হামলাকারীদের বাধা দিতে গেলে সৈনিক লীগ নেতা কামরুল হাসান মো. ফারুক হেনস্তার শিকার হন। এক পর্যায়ে হামলাকারীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি-ধমকি দিয়ে চলে যায়। এরআগে অনুসারীদের নিয়ে কমিশনার জসিম উদ্দিন মাহমুদ নিজে এসে হুমকি-ধমকি দিয়ে যায়।

ঝুমুর স্টেশনের আল্লারদান থাই এলমুনিয়াম হাউজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় কমিশনার জসিম উদ্দিন মাহমুদ দলবল নিয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে ঘিরে ধরে। এসময় কমিশনারের অনুসারীরা বিশৃঙ্খলা করতে দেখা যায়।

Leave a Reply