
লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বপরিবারে মারধরের শিকার লক্ষ্মীপুরের সেই সাংবাদিক পরিবারের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে জেলার রায়পুর উপজেলায় বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক ফরহাদ অভিযোগ করে বলেন, রাত দেড়টার দিকে আমার ছোট বোন আগুন দেখে চিৎকার করতে থাকে। এসময় মুখে গামছা বাঁধা এক যুবককে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে সে। পরে আমাদের শোর চিৎকারে আশপাশের লোকজনের সহযোগিতায় বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এরআগে গত মঙ্গলবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরুণ সংবাদকর্মী ফরহাদ হোসেন ও তার বাবা-মা, ভাইবোনসহ ৬ জনকে সন্ত্রাসীকায়দায় পিটিয়ে আহত করা হয়েছিলো। প্রতিপক্ষ শাহ আলম ও রাশেদ প্রকাশ কালুর নেতৃত্বে চৌদ্দ-পনের জনের একটি সন্ত্রাসী দল তাদের উপর এ হামলা করে। আহতরা সবাই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাংবাদিক ফরহাদ স্থানীয় অনলাইন শীর্ষ সংবাদ ও বিডি রাইজিং এর সাবেক জেলা প্রতিনিধি।