নিখোঁজ ইয়াসিনের সন্ধানে থানা ডায়েরি

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ চররুহিতা গ্রামের কৃষক মোঃ নিজাম হোসেনের ১২ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মোঃ ইয়াসিন গত ১৯ জানুয়ারি তারিখে সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ঘর হইতে কাউকে কিছু না বলে বাহির হয়ে চলে যায়।
পরে ছেলের বাবাসহ আত্মীয় স্বজনরা আশেপাশের বাড়ী ঘরসহ সম্ভাব্য সকল স্হানে অনেক খোঁজাখুঁজি করার পরও পুত্র ইয়াসিনের কোন খোঁজ পাওয়া না যাওয়ায় লক্ষ্মীপুর সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন, যাহার নং- ১২৬০, তারিখ- ২২/১/২০২২
নিখোঁজ ইয়াসিনের সংক্ষিপ্ত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং-ফর্সা, উচ্চতা প্রায়-৩’ ফুট,৬” ইঞ্চি, মুখমন্ডল- গোলাকার, পড়নে ছিলো- সাদা রংয়ের সার্টসহ লাল সুয়েটার ও জিন্সের ফুল প্যান্ট। ছেলেটি লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় স্পষ্ট কথা বলে, তবে মাঝে মাঝে এলোমেলোও কথা বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ ইয়াসিনের সন্ধান জেনে থাকলে এই ০১৭৮৮৬৮০২৩৯ (পিতা) মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

 

Leave a Reply