বেগম জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ

গাজী মমিন, লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্নআহবায়ক এড. হাসিবুর রহমানের সঞ্চালনায়, আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম ও নাজিম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জালাল আহমেদ মজুমদার ও হারুন অর রশিদ ভিপি এছাড়া কেন্দ্রীয় বিএপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা আজকের সমাবেশ দিকে তাকিয়ে দেখেন, এটা নেত্রীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বাহিঃপ্রকাশ। বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে। অবিলম্বে দেশনেত্রীর নিঃশর্তে মুক্তি ও বিদেশে সুচিকিৎসা সুযোগ দিতে সরকারে প্রতি জোরদাবি জানান। না হয় আগামিতে আরো বৃহৎ কর্মসূচী দেওয়া হবে বলে জানান তিনি।

সমাবেশে লক্ষ্মীপুর জেলা বিএনপির অঙ্গ ও  সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টা থেকে বিএনপির এ সমাবেশকে ঘিরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয় নেতা কর্মীরা।

Leave a Reply