লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে স্থানীয় ঐতিহ্য কনভেনশন সেন্টারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল ফারাহ নিশান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে ভিক্টোরি কলেজের প্রভাষক মু. নূরুল হুদার সঞ্চালনায়, আরও বক্তব্য রাখেন উক্ত কলেজের উপাধ্যক্ষ হারুনুর রশিদ, রিলায়েবল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল রাসেল, ফালাহিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জোবায়ের আহমেদ, নবনির্বাচিত কাউন্সিলর রিয়াজ হোসেন পাটোয়ারী রাজু, নন্দন ফান্ডেশনের পরিচালক রাজু আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান পলাশ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।

এসময় লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জুবায়ের হোসাইন এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply