বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে স্মারক লিপি প্রদান

সাহাব উদ্দিন, লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এর নিকট এ স্মারক লিপি প্রদান করা হয়। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে জেলা বিএনপি এই কর্মসূািচর পালন করেন।

এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের অপর নাম। রাজনৈতিক ঐতিহ্য ভাবমূর্তি নিয়েই তিনি এ দেশের নেতৃত্বে দিয়ে আসছেন। বর্তমানে একটি ফ্যাসিবাদী শাসক, নিশি রাতের সরকার ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে। এদের কাছে কোন মানবিকতা নেই। বরং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার-নির্যাতন এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে অন্তরীণ রেখেছিল। বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিয়ে এখন বাসায় তাকে অন্তরীণ রেখে তার ওপর সেই নির্যাতন এবং দমন নীতি অব্যাহত রেখেছে। বেগম জিয়ার কিছু হলে এজন্য সরকারই দায়ী থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এড. হাছিবুর রহমান, সদস্য এড. মনিরুল ইসলাম হাওলাদার, এড. হারুনুর রশিদ ব্যাপারীসহ দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply