
ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিনিধি); হাজারো নেতাকর্মির ভালোবাসায় শিক্ত হলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রাসেল। ২২ নভেম্বর সোমবার বিকেলে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে প্রিয় নেতাকে তাঁর জন্ম স্হান করুনানগর বাজারে নিয়ে আসেন। সেখানে এসে পৌঁছার পর হাজারো নেতা কর্মীর শোভাযাত্রাটি পথ সভায় পরিনত হয়।
এসময় কমলনগর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোশাররফ হোসেন রাসেল বলেন, আমাকে লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক করায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিয়ে আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। আমি এলাকার রাসেল নগর বাজার জামে মসজিদের সভাপতি, কমল নগর রয়েল স্পোর্টিং ক্লাবের সভাপতি, কমল নগর নৌযান শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি, স্হানীয় শেখ রাছেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে বিভিন্নভাবে সমাজ সেবার কাজ করে যাচ্ছি।
পথ সভায় বক্তব্য রাখেন কমল নগর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল আমিন রাজু, কমল নগর উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ওমর ফারুক ভূইয়াসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।