
গাজী মমিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক নতুন চাঁদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রাতে প্রেসক্লাব প্রাঙ্গনে “১৬আনায় নতুন চাঁদ” ষোল বছরে পদার্পণ এ শ্লোগানে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
পত্রিকাটির সাফল্য কামনা করে অতিথিবৃন্দ বলেন, অভিরাম অগ্রযাত্রায় যেখানেই অন্ধকার সেখানেই আলো ফেলবে নতুন চাঁদ। সমাজের সকল কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলবে নতুন চাঁদ। অনিয়ম, দূর্নীতির প্রতিরোধ এবং উন্নয়ন অগ্রগতি ও নম্ভাবনার উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন চাঁদ। দক্ষ সম্পাদক ও একঝাঁক তরুন মেধাবী সংবাদ কর্মীদের নিয়ে দেশমাত্রিকার সেবায় এগিয়ে যাক।

এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আব্দুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক নূরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা এমদাদ হোসেন, মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, ব্যাংকার এসোসিয়েশনের সভাপতি মো. সানা উল্যাহ, বনিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, সম্পাদক আজাদ হোসেন ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।
এছাও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, গাজী গিয়াস উদ্দিন, একিউএম সাহাব উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সভাপতি সওকত মাহমুদ, নোয়াখালী প্রেসক্লাবের সম্পাদক জামাল উদ্দিন, আবু নাসের মঞ্জু, দৈনিক নতুন চাঁদের নির্বাহী সম্পাদক আরাফাত হোসেন শান্ত, প্রমুখ।
শেষে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেট্রকিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ ভিবিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।