
গাজী মমিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা বিআরডিবির আওতাধীন অপ্রধান শস্য প্রকল্পের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৬নভেম্বর) উপজেলা বিআরডিবির হলরুমে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে এসব শস্যবীজ বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় ৪০জন কৃষকের মাঝে উন্নতমানের সরিষা, মরিচ ও ডালের বীজ বিতরণ করা হয়।
উপজেলা বিআরডিবির আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া, বিআরডিবির চেয়ারম্যান সফিক খাঁন, ইউপি চেয়ারম্যান শফিউল আজম, কাউন্সিলর রিজবী প্রমূখ।