লক্ষ্মীপুরে কাঁচা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

গাজী মমিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নে শত বছরের অধিক পুরাতন দুটি প্রামীণ সড়ক পাকাকরণ না হওয়াতে চরম ভোগান্তির শিকার স্থানীয় হাজার হাজার মানুষ। সড়ক দুটি হলো রসুলগঞ্জ বাজার থেকে কাঞ্চনী বাজার এবং আমিনের দোকান থেকে ঘোঁষেরপুরপাড় হয়ে ইছাগো তেমোহনী পর্যন্ত সড়ক। সড়ক দুটির অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হচ্ছে। ফলে যানবাহন তো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলতেও পোহাতে হয় নানান ভোগান্তি।

বর্ষার মৌসুমে এ সড়ক দুটির করুন অবস্থা দেখা যায়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচল এ সড়কে। বেহাল দশার কারণে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়ক অতি গুরুত্বপূর্ণ। রসুলগঞ্জ বাজার, কাঞ্চনী বাজার, ঘোঁষের পুকুরপাড় ও ইছাগো তেমোহনীর হাজার হাজার মানুষের চলাচলের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুটি গ্রামীণ সড়ক। সড়কদুটি দীর্ঘদিন থেকে পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, মাত্র দুই কিলোমিটার সড়ক পাকা করণে ইতিপুর্বে স্থানীয় সংসদ সদস্য, সদর উপজেলার চেয়ারম্যান, চররুহিতা ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বার, এলাকার জনসাধারণকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সড়ক দুটি আজও পাকাকরণ হয়নি। কিছু ইট-খোঁয়া ফেলে কোন রকম চলাচল করে এই সড়কে যাতায়াত কারীরা। তাই সড়ক দুটি পাকাকরণে স্থানীয় এলাকাবাসী লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply