
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য আওয়ামীলীগ থেকে ১০ জনকে নৌকা প্রতীকের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। তিনি জানান, এসব ইউনিয়নে প্রতিটিতে ৪/৫ জন করে আগ্রহী প্রার্থীর তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়। স্থানীয় সরকারি নির্বাচনী বোর্ড যাচাই- বাছাই শেষে এ তালিকা প্রকাশ করেছেন। এদেরকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক বরাদ্ধের জন্য পত্র দেওয়া হবে।
নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উত্তর চর আবাবিল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মোঃ শহিদ উল্লাহ, দক্ষিণ চরবংশী ইউনিয়নে মোঃ আবুল হোসেন হাওলাদার, চরমোহনা ইউনিয়নে মোঃ শফিক পাঠান, সোনাপুর ইউনিয়নে এডভোকেট বি,এম ইউছুফ জালাল কিসমত, চরপাতা ইউনিয়নে মোঃ সুলতান মামুন রশিদ, কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা, বামনী ইউনিয়নে তাফাজ্জল হোসেন মুন্সী, দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু জাফর মোঃ সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউনিয়নে সফিউল আযম সুমন চৌধুরী।
মনোনয়ন পাওয়াদের মধ্যে ৮ জন বর্তমান পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছে। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন হাওলাদার নুরে আলম জিকু ও মোঃ সুলতান মামুন রশিদ।
উল্লেখ্য, রায়পুরে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর।