লক্ষ্মীপুর পৌরসভার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই -কাউন্সিলর প্রার্থী জাকির

স্টাফ রির্পোটার: সকলের দোয়া ও সমর্থন নিয়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবা করতে চাই। এ কথা জানিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভা আগামী নির্বাচনে ১০নং ওয়ার্র্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজকর্মী মোঃ জাকির হোসেন। বৃহস্প্রতিবার (২৮ অক্টোবর) ব্যক্তিগত নমিনেশন ফরম জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এছাড়া করোনা কালীন সময় সাধারণ মানুষকে বিভিন্ন সহযোগীতা, মাস্ক বিতরণ, গণসচেতনামুলক পোস্টার লিপলেট বিলিসহ অনেক সামাজিক কাজ করেন বলে জানান তিনি। একবার সেবা করার সুযোগ দিন, আমি কাউন্সিলর হলে অবহেলিত ওয়ার্ডবাসীর সেবক হিসাবে এ ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো। সন্ত্রাস ও মাদক মুক্ত ওয়ার্ড গড়তে দলমত নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন তিনি।

তিনি আরো জানান, দীর্ঘ দিনের পুরাতন পৌরসভা এটি। এ পৌরসভার মধ্যে ১০নং ওয়ার্ড অনেক দিক থেকে অবহেলিত। অনেক মানুষের বসবাস এ ওয়ার্ডে কিন্তু উন্নয়ন হয়নি তেমন। রাস্তা ঘাট কিছুটা সচল হলেও ড্রেনেজ ব্যবস্থার রয়েছে যথেষ্ট নাজুক অবস্থা। সু-পেয় পানির রয়েছে অভাব। ওয়ার্ডের অধিকাংশ জায়গায় আজও পানির লাইন পৌছায়নি। বিগত দিনে এ ওয়ার্ড থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নে কাজ করেছেন। তারপরও রয়ে গেছে অনেক কাজ। আর এ সব কাজ করার প্রত্যয় নিয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চান এ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

উপস্থিত ওয়ার্ডবাসীদের অনেকেই জানান, জাকির পরিচিত মুখ, এলাকায় তার অনেক সুনাম রয়েছে, আমরা কাউন্সিলর হিসাবে তাকে দেখতে চাই, তার বিকল্প নাই, এলাকাবাসীর সুখ দুঃখে প্রতিনিয়ত পাশে ছিলন এবং থাকবেন।

Leave a Reply