কমলনগরে ২ দিন ধরে নিখোঁজ দুই কিশোরী

ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি); লক্ষ্মীপুরের কমলনগরে গত দুই দিন থেকে দুই কিশোরী নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা তাদের কোন হদিস না পেয়ে কমলনগর থানায় জিডি করেছেন। নিখোঁজ দুই কিশোরী হলেন নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫)। তারা দুইজন চাচাতো- জেঠাতো বোন।

নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।
১৮ অক্টোবর সোমবার ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

পপির ভাই মো. ফারুক হোসেন বলেন, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ তাদের বাড়িতে দেখেনি। এরপর থেকে আত্মীয়- স্বজনসহ বিভিন্নস্থানে সন্ধান করেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে নিখোঁজ নাজমা আক্তারের ভাই মো. সবুজ কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। পরিবারের লোকজন এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে। তাদের উদ্ধারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply