
সাহাব উদ্দিন: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে বিআরডিবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিআরডিবির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক পৌর মেয়র ইসমাইল খোকন, বিআরডিবি নবনির্বাচিত চেয়ারম্যান সফিকুর রহমান খান, ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান ছৈয়দুজ্জামান মাস্টার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম প্রমূখ।
পরে ২২জন ঋন গ্রহিতার মাঝে ১১ লাখ ৪০ হাজার ঋনের টাকা হস্তান্তর করা হয়।