লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা মিশনের দায়ের কোপে বৃদ্ধ হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৭০ বছর বয়সী নাছির আহাম্মদ নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে মারত্মকভাবে জখম করেছে লক্ষ্মীপুর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মিশন। এঘটনায় গত ৯ অক্টোবর শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী বৃদ্ধ মোঃ নাছির আহাম্মদ। ‘অভিযুক্ত’ মিশন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলকার মৃত রুহুল আমিনের ছেলে।

এসময় মিশনের ছোট ভাই শিপন, কিরন এবং মিরনও মারধর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নাছির। অভিযোগ সূত্রে জানাগেছে, নাছির আহাম্মদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে মিশন ও তার ভাইয়েরা। এনিয়ে দ্বীর্ঘদিন মিশন গংদের সাথে নাছির আহাম্মদের বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় নাছির আহাম্মদের মালিকানাধীন পুকুর থেকে মাছ লুট ও বাগান থেকে সুপারী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য একাধিকবার চেষ্টা করেন নাছির আহাম্মদ।

গত ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় নাছির আহম্মদ বাড়ীর পাশের দোকান থেকে ভাড়ার টাকা উত্তোলনের সময় মিশন তার ভাই শিপন, কিরন ও মিরন অতর্কিতভাবে কিল-ঘুষি ও দা-ছেনি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বৃদ্ধ নাছিরের হাতে ও পায়ে মারত্মকভাবে জখম হয়। ঘটনার সময় তার কাছে থাকা ভাড়ার ৪০ হাজার টাকাও নিয়ে যায় অভিযুক্তরা। একপর্যায়ে শোর-চিৎকারে হামলাকীররা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় বৃদ্ধকে উদ্ধারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এঘটনায় দুই দিন চিকিৎসা শেষে শনিবার রাতে অভিযোগ করেন ভুক্তভুগি নাছির আহাম্মদ।

এর আগে একই বিষয়কে কেন্দ্র করে গত রমজান মাসেও হামলা চালিয়ে মারধর করেছে বলেও অভিযোগ করে ভুক্তভোগীরা। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ কাউছার জানান, এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তধীন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply