
ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি); লক্ষ্মীপুরের কমলনগরে আরাফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহফুজ আর্মির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু আরাফ ওই বাড়ির মামুনুর রশিদের ছেলে।
জানা যায়, শিশু আরাফ পরিবারের অজান্তে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরের পড়ে যায়। পরে অনেক খোঁজা খুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফকে মৃত ঘোষনা করেন। স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।