
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের শক্তিশালী ১১৬ পাসপোর্টের তালিকায় ১০৮তম অবস্থানে জায়গা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশের পরে আছে কসোভো, লিবিয়া, উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান। ৫ অক্টোবর মঙ্গলবার বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয়। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়- এর ওপর ভিত্তি করে এ সূচকটিতে উঠে এসেছে বাংলাদেশের অবস্থান।
প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করা সম্ভব। এরমধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি দেশ, এশিয়া মহাদেশের ৬টি দেশ এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।
তবে ইউরোপের কোনো দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবে না বাংলাদেশি পাসপোর্টধারীরা।
শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলোর প্রথম দিকেই আছে ইউরোপের ফিনল্যান্ড, জার্মানী, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও পর্তুগাল। এশিয়ার জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। আমেরিকা অঞ্চলের ইউএসএ ও কানাডা এবং ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।