
নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরী (১৩) কে অপহরণের পর ২২ দিন আটকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার ও ধর্ষক যুবক (৩০) কে গ্রেপ্তার করেছে। ২৫ সেপ্টেম্বর শনিবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
গত ৪ সেপ্টেম্বর ওই কিশোরীকে তার বাড়ী থেকে অপহরণ করা হয়েছিল। গ্রেপ্তারকৃত সোহাগ নোয়াখালী সদর উপজেলার দাদনপুর ইউনিয়নস্হ বারাহপুর গ্রামের নুর ইসলামের পুত্র।
মামলার এজাহার সুত্র জানা যায়, গত ৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলার রায়পুরের বামনী ইউনিয়নের নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ওই কিশোরীকে সাগরসহ কয়েকজন মিলে কৌশলে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। ঢাকার ডেমরা এলাকায় কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরীর মা ৮ সেপ্টেম্বর রাতে রায়পুর থানা পুলিশের কাছে সাগরসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবদুল জলিল বলেন, অপহরণ মামলায় ২২ দিন পর মেয়েটিকে ঢাকার ডেমরা থেকে উদ্ধার ও অপহরণকারী যুবক সাগরকে গ্রেপ্তার করা হয়। ২৬ সেপ্টেম্বর রোববার দুপুরে আদালতের মাধ্যমে ‘অভিযুক্ত’কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।