রামগঞ্জে শিশুপার্কের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের শিশু পাকের্র একটি গাছ থেকে গলায় ফাঁস লাগানো সুবাস দাস (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ রামগঞ্জ রেষ্টহাউজ সংলগ্ন পরিত্যক্ত শিশু পার্কের একটি গাছ থেকে লাইলনের রশিতে গলায় ফাঁস লাগানো সুবাস দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানাগেছে, মৃত সুবাস দাস রামগঞ্জ শিশু পার্ক সংলগ্ন ব্রীজের পূর্ব পাড়ে ওয়াপদা সড়কের পাশে স্থাপিত কর্ণ হোটেলের ও মধ্য আঙ্গার পাড়া গ্রামের বাসিন্দা কর্ণ দাশের ছেলে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ও এস আই আবু তাহের মোল্লা জানান, ঘটনাস্থল থেকে সুবাস দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ও মৃত দেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply