
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভাড়াটিয়াদের সাথে তর্কবিতর্কের জেরধরে ভাড়াকরা কিশোরগ্যাং সন্ত্রাসী দিয়ে, বাবা ও সদ্য এসএসসিপাস মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বাড়ির একাংশের মালিক জাহিদ হাসান জুলফিকার এর স্ত্রী নুরজাহান আক্তার পলি (৩০) এর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় (১১ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের রেডক্রিসেন্টের সামনে চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে।
এসময় আসবাবপত্রসহ বাসার লক্ষাধিক টাকার মালামার ভাংচুর ও নারী সদস্যদের শ্লিলতাহানী করে সন্ত্রাসীরা। এবিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী পরিবার। অভিযুক্ত অন্যান্যরা হচ্ছে মোঃ আরমান (২৭), মোঃ রিয়াজ (২৫), দিপু (২৫), আরমান (২২), জীবন (২০), মনির (৩২) সহ অজ্ঞাতনামা আরো ৫-৬জন এরা সবাই পৌর ১০ ও ৬নং ওয়াডের্র বাসিন্দা।
ভূক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাযায়, বিগত ৯বছর যাবত স্বপরিবারে চৌধুরী ভিলার নিচতলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া আসছেন ভূক্তভোগী পরিবার। বাড়ির মালিকপক্ষের একজন জাহিদ হাসান জুলফিকার এর স্ত্রী পলি কয়েকমাস থেকে ২য় তলায় বসবাস শুরু করে। তাহাদের ভাইদের মধ্যে বিল্ডিং নিয়া বিরোধ চলিয়া আসছে। এই বিষয়কে কেন্দ্র সকল ভাড়াটিয়দের উপর অত্যাচার, নির্যানতন চালিয়ে আসছেন পলি। সে বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বললে, বিষয়টি বাসার মালিক সুমনকে অবহিত করলে পলি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় বহিরাগত ভাড়াকরা কিশোরগ্যাং সন্ত্রাসীদের এন পূর্ব পরিকল্পীত ভাবে দা, ছেনি, লোহার রড ও লাটিসোঠা নিয়া আব্দুর রশিদের উপর হামলা চালায় এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এগিয়ে আসলে তার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাসকরা মেয়ের মাথা লক্ষ্য করিয়া লোহার রড দিয়ে বাড়ি মেরে মাথা ফাটাইয়া রক্তাক্ত করে। তার মাথায় ৫টি সেলাই লাগে।
অন্য ভাড়াটিয়ারা জানান, পলি গত কয়েক মাস থেকে এই বাসায় সববাস শুরু করেন। তার আসার পর থেকেই এখানে অপরিচিত বকিরাগত লোকদের আনাগোনা বেড়ে যায়। সবাইকে তার আত্মীয়স্বজন বলে পরিচয়দেয়। আসলে তারা কেউ তার আত্মীয় কিনা এটা আমরা জানি না। কোন অন্যায়ের প্রতিবাদ করলে ভাড়াটিয়াদের হুমকিধামকির উপর রাখে। কথাবার্ত ও আচার ব্যবহারে তাকে মাদকাশক্ত মনে হয়।
এবিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভাড়াটিয়াদের সাথে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।