লক্ষ্মীপুরে মাদক সেবনের দায়ে আ’লীগ নেতাসহ ৪ ব্যক্তির কারাদণ্ড

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মাদক সেবনের দায়ে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রতন অরপে ডিস রতন সহ চার ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকব্যক্তিদের এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম ফয়সল। এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রভাত কুমার।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত- নুর নবীর ছেলে আলমগীর হোসেন রতন। তিনি পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বলে জানা যায়। লাহারকান্দি গ্রামের ইকবাল হোসেন খোকনের ছেলে নাইমুর হোসেন জাবেদ (৪৫) ও আবির নগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো.সাইমুনকে (৪৬)। গাঁজা সেবনের দায়ে তাদের তিন জনকে ১৫ দিনের জেল দেয়া হয়। এছাড়াও ইয়াবা টেবলেট সেবনের দায়ে সমসেরাবাদ এলাকার আমির হোসেন লিটন (৫২) কে ১মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন রতনের ডিসলাইন অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় গাঁজা ও ইয়াবা টেবলেট সেবনরত অবস্থায় তাদের চার জনকে আটক করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম ফয়সল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিন জনকে ১৫দিন এবং ১ জনকে ১ মাস কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করা হয়। তাদের সবাইকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply