রামগতির চরবাদামে ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগতিতে ‘স্বপ্নযাত্রা’ নামে একটি এ্যাম্বুলেন্স সেবা ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। উপজেলার একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে ‘স্বপ্নযাত্রা’ নামে এ এ্যাম্বুলেন্সটির সেবাটি এ্যাপস এর মাধ্যমে গ্রহণ করতে পারবে রামগতির চরবাদাম এলাকার বাসিন্দারা।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুর-এ আলম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান, রামগতি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াহিদ মুরাদ, সিনিয়র সহ-সভাপতি ড. আশরাফ আলী চৌধুরী সারু।
অনুষ্টানে আরও উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, চররমিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার, রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু ও সাধারণ সম্পাদক আমানত উল্যাহসহ প্রমুখ।

জানা গেছে, জেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এলজিএসপি -৩ কর্মসূচীর আওতায় রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন ও এর আশে পাশের জনগণের স্বাস্থ্য সেবার লক্ষ্যে এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ১১ লাখ, স্থানীয় এমপি’র আড়াই লাখ, জেলা প্রশাসকের এক লাখ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ২১ লাখ ৭৪ হাজার টাকায় এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে। চরবাদাম ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে যে কোন ব্যক্তি জরুরী প্রয়োজনে এ্যাপস’র মাধ্যমে সীমিত খরচে এ এ্যাম্বুলেন্সটির সেবা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার ৫৮টি ইউনিয়নে ক্লাস্টার ভিত্তিতে পর্যায়ক্রমে এ ধরনের এ্যাম্বুলেন্স সেবা ‘স্বপ্নযাত্রা’ চালু করা হবে।

 

Leave a Reply