
মিজানুর শামীমঃ মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন লক্ষ্মীপুরের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মাইলের মাথা এলাকায় নির্মিত ঘরের দখল উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টানে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে সম্পূর্ণ সরকারী খরচে নির্মিত এসব ঘরগুলোর দখল অসহায় ভূৃমিহীনদের মাঝে বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সদর মো. মামুনুর রশীদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এল এ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল, সহকারী কমিশনার (সংস্হাপন শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর শাহআলমসহ প্রমুখ।