
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত একজন ইকবাল জেলার কমলনগর উপজেলার হাজিররহাট ইউনিয়নের পাটোয়ারী মার্কেট এলাকার বাসিন্দা। বাকী দুইজনের নামপরিচয় পাওয়া যায়নি। এ সময় মিরাজ নামে আরো একজন আহত হয়েছে। তারা সকলে মোটর সাইকেল আরোহী।
৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর- বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পলোয়ান মসজিদ ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটে। চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টা দিকে লক্ষ্মীপুর- বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর পৌর এলাকার পালোয়ান মসজিদ নামক স্থানে লক্ষ্মীপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইকবাল ঘটনাস্থলে মারা যান। তার সাথে থাকা মিরাজ নামে অন্য আরোহী আহত হন।
সদর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক মো. বাহার জানান, আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
অন্যদিকে সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর- বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের
সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তাদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং আরেকজন সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম ফজলুল হক চরচামিতায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা কারাগারের সামনে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭
লক্ষ্মীপুরে সিএনজিচালিত দু’টি অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর শহরের জেলা কারাগারের পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)। তাদের মধ্যে টিপু ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর- বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর শহরের জেলা কারাগারের পাশে পূর্বদিক হইতে লক্ষ্মীপুর শহরমুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে- মুচড়ে যায়। এতে সিএনজিতে অটোরিকশায় থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।