
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে “সে রাতের গল্প” নামে একটি নাটক নির্মিত ও মঞ্চায়িত হয়েছে। ৪ সেপ্টেম্বর শনিবার সন্ধায় ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নাটকটি মঞ্চায়িত হয়।
জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় “সে রাতের গল্প” নামে একটি মুক্তযুদ্ধভিত্তিক নাটক নির্মিত ও মঞ্চায়িত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্হিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগিতায় “সে রাতের গল্প” নাটকটি রচনা করেন অপু মেহিদী ও নির্দেশনা করেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ শনিবার রাত সাড়ে দশটায় মুঠোফোনে এ প্রতিবেদক কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে লক্ষ্মীপুরে “সে রাতের গল্প” নামে একটি নাটক মঞ্চায়িত হয়েছে।