রামগতি ও কমলনগর রক্ষা বাঁধ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবিতে -লক্ষ্মীপুরে মানববন্ধন

সাহাব উদ্দিন, লক্ষ্মীপুর : জেলার রামগতি-কমলনগর উপজেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় মেঘনার তীরে বাঁধ নির্মাণ প্রকল্প, সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে, রামগতি-কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা বলেন, রামগতি ও কমলনগর উপজেলায় দীর্ঘদিন থেকে নদী ভাঙ্গনে হাজার হাজার ঘর-বাড়ি, সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান নদীগর্ভে হারিয়ে গেছে। উপজেলা দুটির বৃহৎ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে! সর্বস্ব হারিয়ে এখানকার অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ৩১’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এতে সর্বস্ব হারানো অসহায় মানুষের মুখে হাসি ফুঁটেছে। সাধারণ ঠিকাদারদের প্রতি আমরা আস্থা রাখতে পারিনা। তাই এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন ও বাঁধের দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জাতীর আস্থার প্রতিক বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এ পকল্প বাস্তবায়ন করার দাবি জানাই।

এড. মিলন মন্ডলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এড. শাহাদাত হোসেন, এড. বেলাল উদ্দিন, এড. আবদুল মতিন, এড. মাহবুবুল করিম টিপু, এড. ফখরুল আলম নাহিদ, এড. হাসান আল মাহমুদ, এড. আশিক, এড. বিধু ভূষণ নাথ, হৃদয় অধিকারী, সাংবাদিক আবদুল মজিদ, অধ্যক্ষ আবদুল মোতালেব প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply