রায়পুরে ৫২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিকু ও মানিক গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুর সোলাখালী ব্রিজ এলাকা থেকে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে রবিবার দুপুরে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্হ পশ্চিম আলোনিয়া এলাকার মুন্সীবাড়ীর জুয়েল পাটোয়ারীর পুত্র জাহিদুল ইসলাম জিকু পাটোয়ারি ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পূর্বপাড়ার শহীদ বেলায়েত রোডস্হ মৃত মোখলেছুর রহমানের পুত্র খন্দকার আশিকুর রহমান মানিক।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ আবদুল মান্নান, উপ পরিদর্শক মোঃ মকবুল হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ আহসান উল্যাহসহ একটি ইউনিট ২২ আগস্ট দুপুরে জেলার রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর সোলাখালী ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫২০ (পাঁচশত বিশ) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম পাটোয়ারী জিকু (৩২) ও খন্দকার আশিকুর রহমান মানিক(৩০) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ আবদুল মান্নান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, উল্লেখিত দুই ব্যক্তিকে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আমরা হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১০(ক) ধারায় আমি বাদী হয়ে রায়পুর থানায় মামলা রুজু করি।

 

 

Leave a Reply