
ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): স্বাস্থ্য-সুরক্ষাবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রক্তাক্ত একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিন্দা জ্ঞাপন- প্রতিবাদ মিছিল ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ কর্মসূচিতে দেশে হত্যা- সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধের প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ২১ আগস্টের ঘটনার মামলার রায় দ্রুত কার্যকরের দাবিও জানানো হয়েছে।
২১ আগস্ট উপলক্ষ্যে কমলনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্হানীয় হাজির হাট বাজারস্হ নিজস্ব কর্যালয়ে থেকে প্রথমে বিক্ষোভ মিছিল তার পরে সমাবেশ অনুষ্টিত। সভায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম নুরুল আমীন রাজু, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মির্জা আশরাফুল জামান রাসেল, চরফলকন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (বাঘা), সাহেবের হাট ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ আবুল খায়ের, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাগর, উপজেলা কৃষকলীগ সভাপতি ডাক্তার মোঃ হারুনর রশীদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন রাসেল, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত, চরকাদীরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন রাজন (রাজু), চরকাদীরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস, হাজির হাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, হাজির হাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু যুগল কান্তি দাস, কমলনগর বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের সভাপতি ও হাজির হাট ইউনিয়য়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবু ভাস্কর মজুমদার ও একই ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সেনসহ কমলনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও শ্রমিকলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মিবৃন্দ।