
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে, দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে রাজ পথে প্রতিকি পাঠদান পালিত হয়েছে।
আজ রবিবার ২২ আগস্ট সকাল সাড়ে ১১ ঘটিকায় শহরস্থ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে আহবায়ক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পৌর শাখার মিজানুর রহমান এর সভাপতিত্বে এ রাজ পথে প্রতিকি পাঠদান কর্মসূচি পালিত হয়।
রাজ পথে প্রতীকী স্কুলে পাঠদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ শহর শাখার সদস্য সচিব পাপ্পু কুমার রবিদাস, বাসদ নওগাঁ জেলা শাখার আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, জহির রায়হান চলচ্চিত্র সংসদ জেলা সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান বাহাদুর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নওগাঁ জেলার সাধারণ সম্পাদক কমরেড শামসের মোল্লা।
রাজ পথে প্রতীকী পাঠদান কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত সময়ে ভেকসিন প্রদান পূর্বক দেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে জানানো হয়।