লক্ষ্মীপুরে ইউনিয়ন উপ-সাস্থ্য সহকারী হরিপদ মজুমদারে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আলমগীর হোসেন, লক্ষ্মীপুর :  লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইউনিয়ন উপ-সাস্থ্য সহকারী হরিপদ মজুমদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম অভিযোগ উঠেছে। তার অনিয়মের কারণে ভোগান্তিতে পড়ছেন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীরা।

স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ হরিপদ মজুমদার নিয়মিত সাস্থ্য কেন্দ্রে আসেন না। তিনি নিয়ম অনুযায়ী রোগীর  চিকিৎসাও দিচ্ছেন না। কখনো বেলা ১১ টায়, কখনো বা ১২ টায় অফিসে আসেন। কিন্তু নিজস্ব চেম্বারে প্রাইভেটভাবে হরহামেশাই রোগী দেখেন। নিজেদের ফার্মেসী থেকে রোগীদের ঔষধ কিনতেও বাধ্য করেন।

চিকিৎসা নিতে আসা জাহানার বেগম, ঝর্ণা আক্তার, পারভীন, রহিমা বেগম অভিযোগ করে বলেন, এ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকরা নির্দিষ্ট সময়ে আসেন না। আবার দেরিতে আসলেও যখন তখন চলে যায়। পাশেই ওনার ভাইয়ের ফার্মেসী, তিনি সেখানে  নিয়মিত প্রাইভেটভাবে রোগী দেখেন।এতে তার ব্যক্তিগত চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের। এসব খামখেয়ালির কারনে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, হরিপদ মজুমদার কর্ম স্থলে নেই! খালি পড়ে আছে তার চেয়ার। পরে খোঁজ  নিয়ে জানতে পারি প্রাইভেট চেম্বারে তিনি রোগী দেখছেন। তার চেম্বারে ডুকতেই সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িগড়ি করে তিনি ছুটে যান স্ব্যস্থ কেন্দ্রে।

হরিপদের অনিয়মের বিষয়ে জানতে চাইলে, হাজিরপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদ উল্যা স্বপন জানান, মাঝে মধ্যে রাজনৈতিক নেতা কর্মী এবং ইউপি চেয়ারম্যান, মেম্বারদের ডাকে অফিস চলাকালীন বাহিরে চিকিৎসা কাজে  যেতে হয়।

এবিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিজাম উদ্দিন বলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে বেলা ২ টা ৩০ মিনিট পযন্ত সকল কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা দিবেন। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply